
বাগমারা প্রতিনিধি রাজশাহীর বাগমারায় জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখন্ড দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামী গোবিন্দপাড়া শাখা এই সমাবেশের আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মা বোনদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।সেই সাথে যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।এছাড়াও উক্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহঃ অধ্যাপক অহিদুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন গোবিন্দপাড়া ইউনিয়নের আমির হাফেজ মুহাম্মদ বাবুল হোসেইন।