
বাগমারা প্রতিনিধি রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় জামায়াত নির্বাচিত উপজেলায় কোন অনিয়ম-দুর্নীতি থাকবে না।সেই সাথে মহান আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ পেলে এই বাগমারায় কোন প্রকার সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হবে না।তিনি দেশবাসীর কল্যাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে বিজয়ী করার আহবান জানান।বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঝিকরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে ঝাড়গ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকারী এসব কথা বলেন তিনি।পথসভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন,সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম,ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক।এসময় উপস্থিত ছিলেন৷রাজশাহী জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা সামছুল হক, উপজেলা বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম আলী,ভবানীগঞ্জ পৌরসভার সেক্রেটারি রফিকুল ইসলাম, ঝিকরা ইউনিয়নের আমীর মাওলানা ইয়াকুব আলী,সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এইচএম শফিকুল ইসলাম খান, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা সভাপতি সাব্বির আহমেদ, ছাত্রশিবির নেতা তোফাজ্জল সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।