
বাগমারা প্রতিনিধি।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নে লিফলেট বিতরণ,গণসংযোগ এবং পথসভা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।মঙ্গলবার বিকেলে গনিপুর ইউনিয়নের মোহনগঞ্জ, মাদারীগঞ্জ বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ, ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন অধ্যাপক কামাল হোসেন।প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করে অব্যাহত রেখেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেন।গণসংযোগ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার, বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, সদস্য ও শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন রেজা শাহিন, দুলাল হোসেন,তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁন, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, সাফিক্স প্রি ক্যাডেটের অধ্যক্ষ ও গনিপুর ইউনিয়ন বিএনপি নেতা জাকিরুল ইসলাম জাকির, ভবানীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুল আলম, গনিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ভবানীগঞ্জ পৌরসভা’র ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দীন দুলাল, বাগমারা উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জর্জ, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম, বাগমারা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান রাসেল, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম গাজী, জিয়া মঞ্জ রাজশাহী জেলার সদস্য সচিব রাজু আহমেদ, বাগমারা উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার ইসলাম রাকিব, নাসির রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সাকিবুল ইসলাম, সদস্য সচিব মোনাইম হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।