হাত ধরে হেঁটেছি তোমার
কাঁধে স্কুল ব্যাগ
গল্পের ছলে কতোটা জ্ঞান
দিয়েছো একের পর এক।
তুমি তো বাবা প্রিয় বাবা
যার কাছে আবদারের নেই শেষ
রাগ অভিমান জড়ানো কন্ঠস্বর
মূল্য ছিলো সবচেয়ে বেশ।
করিডোরে দাঁড়িয়ে অপেক্ষা করি
কখন ফিরবে বাড়ি
ভুলে যাই বার বার তুমি নেই
কেনো চলে গেলে দিয়ে আড়ি।
ও বাবা বাবা গো,বলো না
কেনো দিলে তুমি আড়ি।