
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার হাজী পড়া আদর্শ স্কুলের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৫ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রুমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান এবং গেস্ট অব অনার ছিলেন মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা: নাজমা পারভিন,পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান,জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কামাল, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন নাহার, কোষাধ্যক্ষ শাহনাজ পারভীন নূর নাহার, প্রচার সম্পাদক মরিয়ম স্বপ্না, ছাত্রী বিষয়ক সম্পাদক নাজমা আক্তার শিখা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন—পৌর মহিলা দলের সভাপতি দেলওয়ারা আকতার জাহান লাভলী, সাধারণ সম্পাদক আয়েশা বানু পারুল, সাংগঠনিক সম্পাদক রুনা লায়লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাহারা প্রমুখ।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি আগামীর আন্দোলন-সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।