
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতেও মহান বিজয় দিবস ২০২৫ দেশে ৫৪ তম বিজয় দিবসের শুভ সূচনায় বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
দিবসটি দিনব্যাপী উপজেলা প্রশাসনের নানা কর্মসূচী পালনের শুরুতে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহামেদ এঁঁর নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিট, পৌরসভা, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহ শ্রদ্ধা নিবেদন করেন।পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।শেষে উপজেলা নির্বাহী অফিসার
শেখ জাবের আহমেদ এঁর পরামর্শে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের নেতৃত্বে অন্যান্য
সহযোদ্ধাদের সহায়তায় মুক্তিযোদ্ধাদের মাঝে
সম্মানিসহ উন্নত খাবার বিতরণ, পলাশবাড়ী এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের
বিশাল মাঠে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক জাতীয়
পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন
শেষে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের
আহমেদ বিজয় দিবসের বক্তব্য রাখেন।দিনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।##√√