
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর বিদায় দিনাজপুর। দিনাজপুরের ধর্মপুর বন বিটের শালবনের সৌন্দর্য, রামসাগর জাতীয় উদ্যানের জারুল ও কৃষ্ণচূড়ার মনোমুগ্ধকর দৃশ্য ও সাগরের নীল সবুজ জলরাশি র ঢেউ,গৌর এ শহীদ বড় মাঠ,আশুরার বিলের প্রাকৃতিক দৃশ্য স্মৃতির পাতায় চির অম্লান হয়ে থাকবে। দিনাজপুরের বিখ্যাত বেদানা লিচু,চিনিগুড়া চালের কথা যে ভুলার নয়।আর হয়তো খাওয়া হবে না দশমাইলের কালাই রুটি,ভাবীর হোটেলের হাঁসের মাংস,রুস্তমের কালা বুনা,মুন্সি হোটেল ও ধুকুরঝাড়ির খাঁসির মাংস,পাবনা সুইটস এর বিখ্যাত মিষ্টি,পাটিসাপটা, দিলশাদের মাটন হালিম,লক্ষীতলা হোটেলের হাঁসের মাংস, রোলেক্সের কাচ্চি বিরিয়ানি, বিরলের মালাই চা। প্রিয় সহকর্মীদের ভালোবাসা,সহযোগিতা আজীবন মনে থাকবে।মনে হচ্ছে দিনাজপুর শহটি আমার বহু বছরের চেনা।বহু স্মৃতি, বহু ঘটনা, রোদ,বৃষ্টি, ঝড়ের মধ্যে কর্মতৎপরতা, বন,বনানী ও বন্যপ্রাণী রক্ষার অভিপ্রায়ে ছুটে চলা।মিস করবো প্রিয় চিত্রা হরিণ গুলো কে।ভালো থাকুক প্রিয় শহরের মানুষগুলো।গন্তব্য চিরসবুজ পর্যটন শহর রাঙ্গামাটি।