(সুত্রঃ প্রিয় ভাবী লার্নেড এডভোকেট ফেরদৌস শশী,
বাংলাদেশ সুপ্রীত কোর্ট-কে উৎসর্গীত)
শুভ জন্মতিথিতে দোওয়া করি দু’হাত তুলে খোদার দরবারে,
ধন্য করো পথ পরিক্রমা ওগো দয়াময় কোটি লোকের ভীড়ে,
মহত্ব উদারতা মহানুভবতায় করো উত্তরোত্তর কর্মযজ্ঞে সফল,
সুখ রাশিতে ভরে দাও জীবন ধারা, ন্যায়-নীতিতে রেখে অবিচল।
শুভ জন্মদিনে শুভেচ্ছা ও শুভ কামনায় হোক ধন্য জীবন,
মানবতার কল্যাণে নিবেদিত প্রানে আলোকিত হোক ভূবন,
গরীব দুঃখী বঞ্চিত নিপীড়িত মানুষের হোক বিপদের বাতিঘর,
এক নজরে মুল্যায়িত হয় যেনো সকলেই না ভেবে আপন পর।
শুভ জন্মতিথি ধন্য হোক মানবতার কল্যাণে ও ভালোবাসায়,
ভালো মানুষের আগমনে প্রকৃতিও চেয়ে থাকে যে প্রত্যাশায়,
নেকাত্মা করে যে আগমন বাঁচাতে পৃথিবীকে ও মানবতাকে,
নেকাত্মা ও পরমাত্মার মাঝে সদা খুঁজে ফিরি কিছু মানুষকে।
মানুষের প্রতি হৃদয়ে অগাধ ভালোবাসা ও দায়িত্বে বাঁধা প্রান,
কালে কালে কাজ করে মানুষের প্রতি মানবতার প্রতি হয় মহান,
কামনা বাসনা শুভ জন্মবার্ষিকীতে এক মহিয়সী নারীর প্রতি,
আত্মবাসনা লালন করে সম্মুখ প্রাণে অগ্রসরে বাড়াবেন সম্প্রীতি।
শুভ হোক পথচলায় প্রতিটি পদক্ষেপ দোওয়া করি জন্মদিনে,
হিতকর্মে স্মরণ করবে লোকে হাজার বছর ভক্তি শ্রদ্ধার সনে,
ভাবীর শুভ জন্মবার্ষিকী আসুক হাজার বছর ধরে এ জীবনে,
ধর্ম-কর্ম,স্বামী সন্তান সংসার নিরন্তর মানব সেবার ব্রত পালনে!