
নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়ন পশ্চিমের বিএনপি সাংগঠনিক সম্পাদক মনসুরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, জুলাই যোদ্ধা না হয়েও তিনি ভুয়া সনদ ব্যবহার করে সম্প্রতি সরকারি বরাদ্দ থেকে ১ লাখ টাকা তুলেছেন। সেই অর্থ তিনি প্রতিদিন সন্ধ্যায় পরিষদপাড়ায় বসে চুয়ানি খাওয়ার কাজে অপব্যবহার করছেন।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মনসুর স্থানীয় মুরুব্বিদের গালিগালাজ ও ভাঙচুর করে বেড়ান। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে তো কোনো গুরুত্বই দেন না, বরং জেলার শীর্ষ নেতৃবৃন্দকেও প্রকাশ্যে গালিগালাজ করেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, মনসুরের কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। তাই তাঁকে দ্রুত বহিষ্কার করে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় ওই ইউনিয়নে বিএনপির কোনো মূল্যায়ন অবশিষ্ট থাকবে না বলে আশঙ্কা করছেন তৃণমূল নেতারা।