নিজস্ব প্রতিবেদক:পঞ্চগড় জেলার বোদা থানার বৈরাতি গ্রামের বাসিন্দা মীর আবু সাঈদের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি নিজ বাড়িতেই অবস্থান করেছিলেন এবং তাঁকে কোনো মুক্তিযোদ্ধা কমান্ডারের অধীনে কিংবা সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করতে দেখা যায়নি।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে থাকেন। তাঁর ছেলে মীর মাহবুব হাসান (রতন)ও রাজনৈতিক সুবিধা নিয়ে একইভাবে সুবিধাভোগী হয়েছেন। বর্তমানে তারা ঠাকুরগাঁও শহরের ৩ নম্বর ওয়ার্ডের টিকা পাড়ায় বসবাস করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা বঞ্চিত হচ্ছেন এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ঘটছে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে মীর আবু সাঈদ ও তাঁর ছেলে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছেন বলে দাবি করেছেন এলাকাবাসী।
তবে এ বিষয়ে মীর আবু সাঈদ বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।