1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি নুরের ওপর হামলায় গাইবান্ধায় জাতীয় পার্টি কার্যালয় ভাংচুর লিডারশীপ নেতৃত্ব একটা আমানত শুধু দায়িত্বশীলতা নয়,ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির জেলা বিএনপির সভাপতির নামে মিথ্য গুজব প্রতিবাদ উপজেলা বিএনপির পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ শুরু ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত পাবনার চাটমোহরে প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের শ্বাশুড়ী ও ছেলে আটক আবারো ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল ও সাধারণ সম্পাদক রেদওয়ান মিলন গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ খানসামা উপজেলা বিএনপির দূর্দিনের কান্ডারী, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন

ভূমির অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি করলো আদিবাসী জনতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃআন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের উপজেলার কাটামোড়ে ১২ আগস্ট মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ বিক্ষোভ সমাবেশ থেকে সাঁওতালদের ভূমির অধিকার প্রতিষ্ঠা, সাংবিধানিক স্বীকৃতি, তিন ফসলি জমিতে ইপিজিড না করার দাবি জানানো হয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে এ কর্মসূচীর শুরুতেই সাঁওতাল নারী-পুরুষরা তাদের অধিকার ও দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, তীর-ধনুক ও বাদ্যযন্ত্র নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সাঁওতালরা অধিকার ও মানবাধিকার থেকে আজও বঞ্চিত। বাংলাদেশে সাঁওতাল, ওঁরাও, মালপাহাড়ী, মাহালী, গারো, চাকমা, মনিপুরি, খাসিয়াসহ ৫০টির বেশি আদিবাসী ক্ষুদ্র জাতিসত্তা পাহাড়ে ও সমতলে বসবাস করছে।

যারা বাংলাদেশের নাগরিক ও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। অথচ স্বাধীন দেশে এখনো তারা আদিবাসী স্বীকৃতি পায়নি। আদিবাসী সম্প্রদায়ের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন করা হয়নি। আদিবাসী জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় নেই তেমন কোন রাষ্ট্রীয় উদ্যোগ। ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি হারিয়ে যাচ্ছে তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। ক্ষমতাশালী ভূমিদস্যুরা ক্রমাগত আদিবাসী সম্প্রদায়কে উচ্ছেদ করে তাদের সম্পত্তি জবর দখল করছে।

আদিবাসী নেতারা বলেন, সাঁওতালদের জমিতে সেচ দিতে পাম্প নিয়ে নানা ষড়যন্ত্র করছে পল্লী বিদ্যুৎ সমিতি। ষড়যন্ত্রের অংশ হিসেবে জমির মালিকানার কাগজ দাবি করে বিভিন্ন অজুহাতে হয়রানি করছে ও ফসলি জমিতে সেচ দিতে দিচ্ছে না।

এরফলে জমিতে সেচ দিতে না পারায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অবিলম্বে এ সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানান। তারা আরও বলেন, সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে ইপিজেড করা যাবে না।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, বøাস্ট এর পরিচালক মো. বরকত আলী, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকি ও সাধারণ সম্পাদক নরেন পাহান, বগুড়া বাসদের সমন্বয়ক সাইফুল ইসলাম পল্টু, দিনাজপুর বাসদের সমন্বয়ক কিবরিয়া হোসেন, মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, সুভাষ চন্দ্র হেমরম, সমাজকর্মী ও সাংবাদিক গোলাম রব্বানী মুসা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনীল গজার, আদিবাসী নেতা অগাস্টিন মিনজি, সমাজকর্মী মোর্শেদ হাসান দীপন প্রমুখ। এ সমাবেশ পরিচালনা করেন আদিবাসী নেত্রী তৃষ্ণা মুরমু।

উলেখ্য, গত ৯ আগস্ট ছিল আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট