
বেলাল হোসেন ঠাকুরগাঁও।।ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজার এলাকায় ব্যবসায়ী মোঃ খাদেমুল ইসলামের গুদামে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গুদাম থেকে প্রায় ৪০ মন পাট চুরি করে নিয়ে যায় ভূল্লীর স্থানীয় দুই চোর।
আজ বুধবার ৮ই অক্টোবর বেলা ২ টার সময় এমন ঘটনা ঘটে,
পাট চোর দুজন হলো,১/ বেলাল (৪০) দুই ছেলে এক মেয়ে
পিতা মৃত মুজা।
অপর আরেক জন হলো বেলাল, ডাকনাম রোহিঙ্গা স্রী রশিদা,,তাদের উভয়ের বাসা ৫ নং বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড কুমারপুর (ভূল্লীতে)
স্হানীয় সূত্রে জানাযায় তারা দুজনেই মোবাইলের কেসিনো জুয়ার সাথে জড়িত হয়ে গ্রামে বিভিন্ন রকমের চুরির কাজে লিপ্ত হয় এবং পাট ব্যবসায়ির গুদাম থেকে পাট চুরির ঘটনা ঘটাতে গেলে স্হানীয় এলাকাবাসি তাদের সুমন অটো রাইস মিলে ধরে ফেলেন,,
ভূল্লী থানায় এই বিষয় ফোন কলে অভিযোগ দিলে তাৎক্ষণিক পুলিশ প্রশাসন এসে দুজনকে থানায় নিয়ে আসা হয়।
এই বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম সরকার জানান সুমন অটো রাইস মিল থেকে দুইজনকে পাট চুরিরদ্বায়ে থানায় নিয়ে আসা হয়েছে,, তাদের বিরুদ্ধে মামলার কাজ চলমান রয়েছে।