মন খুঁজে ফিরি আমি পেতে মনের মায়া ভালোবাসা,
পেলে মন নাগালেও মেলেনা মনের সাথে মনের ভাষা,
খুঁজি মন সারাক্ষণ বুক ভরা বেদনার নিস্তেজ বালুচরে,
হাজারো মনের দেখা পেয়েছি আমি শুধুই পাইনি তারে।
মনতো বোঝেনা সে কথা; না পেয়ে শুণ্যতায় ফিরে আসে,
কেমন করে বলবো মনকে,ভুলে যেতে যাকে ভালোবাসে,
প্রতীক্ষার প্রহরে মন বেঁচে থেকেও আঁধারে আজ মৃতপ্রায়,
খোঁজে মন সারাক্ষণ বাঁচতে প্রেমে জীবনে তারই প্রতীক্ষায়।
হয়তো দগ্ধ মন ধুঁকে ধুঁকে একদিন যাবে এ পৃথিবী ছেড়ে,
দেবেনা দোষ কাউকে সেদিন,যেদিন মায়া যাবে কেটে দুরে,
বিশ্বাসে কাটে বিপদ মনের গহীনে দুঃখ-সুখে মন এযে ভাবে,
পেটের ক্ষুধায় মরেনা মানুষ মরে বিশ্বাস ভালোবাসার
অভাবে।
আসবে সময় প্রতীক্ষার সফলতায় মন করে এই আশা,
জীবন মরনেও ভোলেনা মানুষ জীবনের প্রথম ভালোবাসা,
সেই ভালোবাসা মন পুঁষে রাখে অগোচরে মনে সংগোপনে
মন খোঁজে মানুষ মনের তরে ভালোবেসে বাঁচতে জীবনে।
সাম্য মৈত্রী প্রেমের বাঁধন অনেক বেশি দামী জীবনের চেয়ে,
প্রেমের পরাজয় মানতে পারেনা জয় চায় জীবনের বিনিময়ে,
বহু মনের গভীরতা দেখেছি, করেছি অনুভব এ বুকের গভীরে,
পাইনি আজো তার মনকে তাইতো মন খুঁজেছি মনের তরে!