
নরসিংদীর মাধবদী থানার মেরেরপাড়া কবিরাজপুরে মিথ্যা ছুরি ছিনতাই মামলায় নিরীহ সুজনসহ তার পরিবারের ৫ জনকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে নরসিংদী সদর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী সুজনের পরিবার। লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের বড় ভাই বাদল।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সোহেল, লিটন, হালিম, সফিক ও স্বপনা বেগম পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ মিথ্যা মামলা দিয়েছে। তারা এলাকায় মাদক ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবার মামলাটি দ্রুত প্রত্যাহার করে নির্দোষদের মুক্তি ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।