
একদিন আমারা ছিলাম সুখে
সাহস নিয়ে বুকে।
সবাই এক সাথে চলতাম পাশাপাশি,
প্রাণখুলে করতাম হাসাহাসি।
হিংসা বিদ্বেষ ছিলো না কারো মনে,
কাউকে না দেখলেই ছুঁটে যেতাম তার শোনে।
মিষ্টিমুখে বলতাম কথা
কেউ পেত না সেই কথায় ব্যথা
চিন্তা ছিলো যখন থাকবো না
এই ধরণীর বুকে,
কাঁদে যেন সবাই সবার দুঃখে।
এমন দিন এলো সব এলোমেলো
মুখে মুখে শুনা যায় গালি,
অন্যরা দূরে বসে দেয় হাত তালি।
তালিতে তালিতে
উঠে যায় তাল এইতো বর্তমান হালচাল।
এক দল আরেক দলকে করতে চায়
কথার মারপেঁচে কাবু
অন্যরা বসে কফি খায় যেন তারা
কোন অপরাধী নয় বাবু।
অথচ বইতে পড়ে ছিলাম
অন্যায় যারা করে অন্যায় যারা সহে
উভয়ই সমান অপরাধী সেই কথা ভেবে এখন কাঁদি।।