 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার পলাশবাড়ীতে প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গৃধারীপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগি ব্যবসায়ী মোঃ গোলাম আজম।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় পৌর শহরের চৌমাথায় খবরবাড়ী টুয়েন্টিফোর ডটকম পত্রিকা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।
লিখিত বক্তব্যে গোলাম আজম জানান, পলাশবাড়ী থানাধীন ৪নং বরিশাল ইউনিয়নের খাসার বাজার এলাকার জনাব আলী ও তার স্ত্রী মাজেদা বেগমের মালিকানাধীন জমি তিনি ৭ লাখ টাকা জামানত এবং মাসিক ৮ হাজার টাকা ভাড়ার শর্তে ১০ বছরের জন্য লিজ নিয়ে সেখানে “সজীব বেকারী” প্রতিষ্ঠা করেন।
পরে পারিবারিক কারণে বেকারিটি বিক্রির সিদ্ধান্ত নিলে জমির মালিক জনাব আলী নিজেই ক্রেতা হিসেবে আগ্রহ প্রকাশ করেন। আলোচনার ভিত্তিতে ৩৪ লাখ ১ হাজার ৪৮৮ টাকায় চুক্তি সম্পাদিত হয়। এর মধ্যে ৩ লাখ টাকা নগদ প্রদান করা হলেও অবশিষ্ট টাকা ২০২৩ সালের ৩০ অক্টোবরের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে একটি চেক প্রদান করা হয়।
তবে নির্ধারিত সময়ে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে পর্যাপ্ত তহবিলের অভাবে তা অনাদায়ী থেকে যায়। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ জানুয়ারি আইনগত নোটিশ দেওয়া হলেও জনাব আলী কোনো সাড়া দেননি। ফলে নিগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১–এর ১৩৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় গোলাম আজম ২০২৪ সালের ১০ মার্চ পলাশবাড়ী আমলী আদালতে সিআর মামলা (নং-৭৯/২০২৪) দায়ের করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলা চলমান থাকা অবস্থায় আসামী জনাব আলী এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মামলা তুলে নিতে তাকে নানাভাবে চাপ সৃষ্টি করছে এবং হত্যার হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।