ঠাকুরগাঁও প্রতিনিধি:মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ভাগিনা’ পরিচয়ে ভয়ঙ্কর প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত হয়েছেন ঠাকুরগাঁওয়ের ছেলে আরমান রেজা ওরফে প্রতীক। তিনি ঢাকার বসুন্ধারা এফ ব্লক, হাউজ-২২, ফ্লোর-৭ এ এডু কানেক্ট নামে একটি অস্থায়ী অফিস খুলে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, গত বছর ৫ আগস্টের আগে প্রতারক আরমান ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ সেনের ঘনিষ্ঠ। এরপর তিনি নিজেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাগিনা এবং ডি জি এফ আই-এর উপ-পরিচালকের জামাতা পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেন। সেই সুযোগে অসংখ্য শিক্ষার্থীকে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ভুয়া ভিসা স্টিকার দেখিয়ে জন প্রতি ১১ লাখ টাকা করে আদায় করেন।
অভিযোগ রয়েছে, এভাবে তিনি ইতোমধ্যে দেড় কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। কিছুদিন আগে ভাটারা থানা পুলিশের হাতে ধরা পড়লেও মীমাংসার নামে দুইজনের টাকা ফেরত দেওয়ার মুচলেখা দিয়ে ছাড়া পান—কিন্তু প্রতিশ্রুতি রাখেননি। বর্তমানে আইন ও ভুক্তভোগীদের চাপ এড়াতে তিনি আত্মহত্যার ভয় দেখিয়ে তাদের নীরব করানোর চেষ্টা করছেন।
প্রতারিত শিক্ষার্থীরা দ্রুত এই প্রতারককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন।