1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা ২৮ অক্টোবর ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল- রাশেদ প্রধান ভয়ের কোন কারণ নেই বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – ব্যারিস্টার নওশাদ জমির নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার

মেঘনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব নরসিংদী আলোকবালীতে আলীগ সন্ত্রাসীদের হাতে ৩ জন খুন, বিএনপির তিন শতাধিক নেতাকর্মী গ্রামছাড়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মতিউর রহমান চিশতী।। নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে চলমান সহিংসতা ও রাজনৈতিক দমনপীড়নের ঘটনায় বিএনপির প্রায় তিন শতাধিক নেতাকর্মী গ্রামছাড়া হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগের স্থানীয় সভাপতি ও চেয়ারম্যানের অনুসারী সন্ত্রাসী বাহিনীর দাপটে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী সন্ত্রাসীরা আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কসহ তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। এ সময় সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষকে আতঙ্কিত করতে প্রতিদিন ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জনজীবনে চরম অস্থিরতা

সহিংসতায় বিপর্যস্ত হয়ে পড়েছে আলোকবালী, মুরাদনগর, বাখননগর ও বসকালিপুরসহ আশপাশের গ্রামগুলো। এলাকাবাসী জানায়, সন্ত্রাসীদের দাপটে মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্রকাশ্যে মহড়া চললেও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয়দের অভিযোগ।

বালু উত্তোলন নিয়ে বিরোধ ও হত্যাকাণ্ড

জানা যায়, আলোকবালী ইউনিয়নটি মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল। এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ আসাদ ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু — দুজনই স্থানীয়ভাবে প্রভাবশালী। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর ভোরে আসাদ ও দীপু সমর্থিত সশস্ত্র দল কয়েক শতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মুরাদনগর গ্রামে প্রবেশ করে বিএনপি নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে বিএনপি কর্মী ইদন মিয়া নিহত হন। পরদিন ফেরদৌসি নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়। এরপর ১০ দিন না পেরোতেই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়াকে স্থানীয় বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

গ্রামছাড়া বিএনপি নেতাকর্মীর
তিনটি হত্যাকাণ্ডের পর থেকেই বিএনপি ৩০০ নেতাকর্মী গ্রাম ছাড়া । বালুর মূল ব্যবসায়ী গডফাদার আওয়ামী লীগের আশরাফুল সরকার, দিপু চেয়ারম্যান, আসাদুল্লাহ, কাইয়ুম, তারা মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন প্রত্যেকের নরসিংদীতে রয়েছে একাধিক বহুতল ভবন । বালু দস্যদের হাতে আলোক বালি ইউনিয়ন জিম্মি । তাদের হুকুম হচ্ছে খুন, ধর্ষণ, রাহাজানি, লুটপাট ভাঙচুর, তাদের খুঁটির জোর কোথায় ? একটি জাতি পত্রিকাকে নরসিংদীর পুলিশ সুপার জানিয়েছেন বিভিন্ন তথ্য আসছে যাচাই-বাছাই করে ব্যবস্থা নিবেন । এবং অপরাধীদেরকে দমন করা হবে । নরসিংদীর মডেল থানার ওসি অস্ত্র মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ ওসি হয়েছেন তিনি সন্ত্রাসী চাঁদাবাজ খু*নি এবং বালু দস্যু দের বিরুদ্ধে লড়ছেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট