1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃষক নেতা মকছেদ আলী পঞ্চগড়ে অসহায়দের মাঝে উপহার বিতরণ বাড্ডা (উত্তর) থানার ওয়ার্ডের বিশেষ কর্মী সম্মেলন নবনির্বাচিত জামায়াতের সেক্রেটারি পলাশবাড়ীর কৃতি সন্তান থানায় একাধিকবার অভিযোগ করেও প্রতিকার মেলেনি!যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা! প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর!

যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগারকে নির্বাচনে আনার চেষ্টা করছে তারা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়……পঞ্চগড়ে সারোয়ার তুষার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেয়া আইডিয়া। এই আইডিয়া এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
তিনি শনিবার বিকেলে (সোয়া ৬টায়) পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন।
সারজিস বলেন, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে যারা ২০০৯ এ বিডিআর হত্যাকা- ঘটিয়েছে। শাপলায় আমাদের নিরীহ আলেম ভাইদের উপরে নৃশংস হত্যাকা- ঘটিয়েছে। এই ২৪ এর অভ্যূত্থানে হাজারের অধিক ছাত্রজনতাকে খুন করেছে। সেই খুনিরা কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারেনা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাস্তাতো ভাই বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এতোদিন তাদের ছায়াতলে ছিলো সেই চোর এখন তাদের ব্যানারে তাদের আশ্রয় দেয়ার কথা বলছে। চুরি বাটপারি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয় নি।
তিনি বলেন, যেভাবে আওয়ামীলীগের সকল দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেভাবেই তাদের বড় দোসর জাতীয় পার্টিরও সকল কর্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামীলীগ ও তাদের বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের কাজ হলো খুনিদের বিচারের মঞ্চে নিয়ে যাওয়া।
তিনি আরো বলেন, পঞ্চগড়ে ছাত্রদল স্কুলগুলো কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পায়তারা করছে। তারা স্কুলের শিক্ষার্থীদের রাজনীতির মধ্যে ঢুকিয়ে অপরাজনীতির চক্রে ঢুকাবে। সেখানে মাদকের ব্যবসা শুরু করবে, চাঁদাবাজি করবে।
এসময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগারদের নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা বাংলাদেশে নির্বাচন চায় না। তারা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। যারা এই পরিকল্পনার সাথে জড়িত তারা নির্বাচন বানচাল করতে চায় এবং বাংলাদেশকে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। এখন বিএনপিকেও প্রমাণ করতে হবে তারা জাতীয় পার্টিকে চায় কি না। বিএনপি যখন গত ১৫ বছর নির্যাতনে ছিলো তখন জাতীয় পার্টি কোথায় ছিলো? তখন জাতীয় পার্টি খুন গুমসহ আওয়ামী লীগের সকল অপকর্মের বৈধতা দিয়েছে।
তুষার বলেন, যারা জাতীয় পার্টির ব্যানারে গত তিনটি নির্বাচনে অংশ নিয়েছে প্রত্যেকে দুর্নীতিবাজ, প্রত্যেকে অবৈধ সম্পদ রয়েছে। এই সরকারের উচিত তাদের প্রতি নমনীয় না থেকে এই সম্পদ ক্রোক করা এবং তাদের বিচারের আওতায় আনা। তাদের তো নির্বাচনে অংশ নেয়ার সুযোগই নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নাই।
বিবৃতি বাদ দিয়ে সরকারকে একশন নেয়ার দাবি জানিয়েছে সারোয়ার তুষার বলেন, আমরা সরকারকে বলতে চাই বিবৃতি থেকে বের হয়ে আসেন। তারা শুধু বিবৃতি দেয় কোন একশন নেয় না। আপনার কাজ হচ্ছে একশন নেয়া। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। ঢাকায় ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে সরকার ও তার গোয়েন্দা বাহিনী কি করছে। ঢাকা শহরের হাতিরপুল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় ধরণের অপকর্ম করার প্রস্তুতি নিচ্ছে। সেখানে অনেক ধরণের ইনভেস্টমেন্ট হয়েছে।
তিনি বলেন, ২৩৪ বিলিয়ন ডলার শেখ হাসিনা গত ১৫ বছরে পাচার করেছে। ওই টাকার গরমেই এখন নানা উৎপাত করতেছে। এই টাকা দেশের প্রতিটি গ্রামে ভাগ করে দিলে প্রতিটি গ্রাম ১০০ কোটি করে টাকা পেতো।
তিনি আরো বলেন, সরকারকে বলতে চাই আগামী নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে ঢাকা শহরে ছড়িয়ে পড়া আওয়ামীলীগকে গ্রেপ্তার করেন। জাতীয় পার্টির বিরুদ্ধে আপনার শক্ত অবস্থান নিন। ভিপি নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।
এসময় শ্রমিকদের সামনে রেখে অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সহ পঞ্চগড় জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট