
।।শহীদুল ইসলাম শহীদ।।
অংশীজনদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার রংপুর এনজিও ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় তথ্য অধিকার আইন কি কেন, তথ্য চেয়ে আবেদন, আপীল, কমিশনে অভিযোগ দাখিলের কৌশল, সুনির্দিষ্ট দপ্তরে সুনির্দিষ্ট কর্মকর্তার নিকট তথ্য চেয়ে আবেদন করার বিষয়, কোন কোন দপ্তরের তথ্য চাওয়া যাবেনা, তথ্য আইনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রোগ্রাম ও ফিল্ড কোঅর্ডিনেটর এএমএম মামুন, রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার স্যান্নাল, রংপুর জেলা তথ্য অফিসের সহকারি পরচালক মো. আলমগীর কবির ।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রংপুর সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মো. খাইরুল ইসলাম পলাশ, রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. মলিন মিয়াসহ রংপুর বিভাগের আট জেলার এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী ও গণমাধ্যমকর্মীসহ ৩০ জন অংশ নেয়।