
নিজস্ব প্রতিবেদক।। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজস্ব অবস্থান আরও সুসংহত করে মাঠে নেমেছেন কৃষক দলের উপজেলা সদস্য সচিব ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মকছেদ আলী। শুরু থেকেই কৃষক অধিকার, জনসেবা ও স্থানীয় উন্নয়ন এগিয়ে নেওয়ার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ফলে তার প্রার্থিতা এলাকায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
দীর্ঘদিন কৃষক দলের নানা কর্মসূচি ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে মকছেদ আলী নিজেকে সময়োপযোগী নেতৃত্বের প্রতীকে পরিণত করেছেন। কৃষকবান্ধব নীতি, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি ও সামাজিক সমস্যার সমাধানে তার আন্তরিকতা এলাকায় ব্যাপক প্রশংসিত।
ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে স্থানীয়রা জানান, অতীতেও বিভিন্ন সময়ে ব্যক্তিগত উদ্যোগে তিনি গ্রামের রাস্তা-ঘাট সংস্কার, সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে যুব সমাজকে সক্রিয় করা, অসহায় পরিবারকে সহায়তা প্রদানসহ নানা জনকল্যাণমূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ভোটারদের মতে, এসব কর্মকাণ্ডই একজন জননেতার প্রকৃত পরিচয়।
নিজ প্রার্থিতা নিয়ে মকছেদ আলী বলেন,
“আমি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করতে চাই। আমার লক্ষ্য—একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়া।”
এলাকাবাসীর অনেকের ধারণা, মকছেদ আলী চেয়ারম্যান নির্বাচিত হলে রাধানগর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত কিছু খাত নতুনভাবে উদ্যোগ পাবে। বিশেষ করে কৃষিখাতে প্রয়োজনীয় পরামর্শ, সড়ক অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তরুণ প্রজন্মও আশা করছে—তার নেতৃত্বে মাদক, বেকারত্ব ও সামাজিক অপরাধ হ্রাস পাবে।
এদিকে নির্বাচনী মাঠে তার উপস্থিতি অন্য প্রার্থীদের ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে। ভোটারদের আলোচনায় বারবার উঠে এসেছে তার সততা, আচরণবিধি মেনে চলা এবং দূর্নীতি বিরোধী কঠোর অবস্থান।
সামগ্রিক বিশ্লেষণে বলা যায়, মকছেদ আলীর নেতৃত্বে রাধানগর ইউনিয়নে উন্নয়নের যেই ধারাবাহিকতা তিনি ব্যক্তিগত পর্যায়ে গড়ে তুলেছেন—তা নির্বাচিত হলে আরও সুসংগঠিত রূপ নিতে পারে। ফলে নির্বাচনী এলাকা জুড়ে তার প্রার্থিতা সমর্থকের পাশাপাশি নিরপেক্ষ ভোটারদের মাঝেও গভীর আগ্রহ তৈরি করেছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে রাধানগর ইউনিয়নে এখন চলছে আলোচনা, প্রত্যাশা এবং নতুন স্বপ্নের সম্ভাবনা—যার কেন্দ্রে রয়েছেন যোগ্য ও জনপ্রিয় জননেতা মকছেদ আলী