
নরসিংদী প্রতিনিধি:নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ঘিরে দলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি তার স্ত্রীকে ব্যবহার করে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে আশরাফ উদ্দিন বকুল সরকারঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসায়িক সুযোগ গ্রহণ করেছেন। এমনকি তিনি বর্তমানে রায়পুরায় আওয়ামী লীগের নেতাদের সহায়তায় রাজনীতি চালাচ্ছেন এবং দলীয় স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রায়পুরার একাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, আশরাফ উদ্দিন বকুলের অনেক সভা-মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন এবং সেসব কর্মসূচিতে “জয় বাংলা” স্লোগান ও “নৌকায় ভোট দিন” ধ্বনি শোনা গেছে। এসব ঘটনার ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির তৃণমূল নেতারা। তারা বলছেন, “যিনি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করেন, তিনি বিএনপির মনোনয়নপ্রার্থী হতে পারেন না।”
বিএনপি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত ও বহিষ্কারাদেশের দাবিও উঠেছে।
দলের একাধিক নেতা কেন্দ্রীয় দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছেন বলে জানা গেছে। তারা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন যাতে দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।
অভিযোগের বিষয়ে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে ইঞ্জিনিয়ার বকুলের বক্তব্য নিতে তার মোবাইলে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি