রুহুল আমীন রুহিয়া (ঠাকুরগাঁও)।।ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী ৩০ জন নারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত রুহিয়া গুদামপাড়া এলাকায় এক প্রস্তুতি সভায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উচ্ছ্বাস, উৎসব ও প্রতিশ্রুতির আবহে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
স্থানীয় নেতারা এই যোগদানকে কেবল সাংগঠনিক সম্প্রসারণ হিসেবে নয়, বরং নারী নেতৃত্ব বিকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। বক্তারা বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। আজকের ঘটনাই তার বাস্তব প্রমাণ।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা মহিলা দলের সভানেত্রী রহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারুল বেগম এবং সাংগঠনিক সম্পাদিকা জেসমিন আক্তার।
স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন রুহিয়া ইউনিয়ন বিএনপির ৮ নম্বর গুদামপাড়া ওয়ার্ডের সভানেত্রী আদরি রানী, সাধারণ সম্পাদিকা রনজনা রানী, সাংগঠনিক নেত্রী দিনজলী রানী, নেপালী রানী ও সুরবালা প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন রুহিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রাখসানা হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা শেফালী বেগম এবং সাংগঠনিক সম্পাদিকা শেফালী আক্তার।
সভায় প্রধান অতিথি রহিমা খাতুন বলেন, “এই যোগদান শুধু একটি সাংগঠনিক কার্যক্রম নয়, বরং এটি একটি বার্তা। বিএনপি একটি ধর্মনিরপেক্ষ, নারীবান্ধব ও গণমুখী রাজনৈতিক দল। যেখানে সবাই সমানভাবে মূল্যায়িত।”