1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা ২৮ অক্টোবর ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল- রাশেদ প্রধান ভয়ের কোন কারণ নেই বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – ব্যারিস্টার নওশাদ জমির নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার

রুহিয়ায় সনাতন ধর্মাবলম্বী ৩০ নারীর বিএনপিতে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

রুহুল আমীন রুহিয়া (ঠাকুরগাঁও)।।ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী ৩০ জন নারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত রুহিয়া গুদামপাড়া এলাকায় এক প্রস্তুতি সভায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উচ্ছ্বাস, উৎসব ও প্রতিশ্রুতির আবহে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

স্থানীয় নেতারা এই যোগদানকে কেবল সাংগঠনিক সম্প্রসারণ হিসেবে নয়, বরং নারী নেতৃত্ব বিকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। বক্তারা বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। আজকের ঘটনাই তার বাস্তব প্রমাণ।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা মহিলা দলের সভানেত্রী রহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারুল বেগম এবং সাংগঠনিক সম্পাদিকা জেসমিন আক্তার।

স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন রুহিয়া ইউনিয়ন বিএনপির ৮ নম্বর গুদামপাড়া ওয়ার্ডের সভানেত্রী আদরি রানী, সাধারণ সম্পাদিকা রনজনা রানী, সাংগঠনিক নেত্রী দিনজলী রানী, নেপালী রানী ও সুরবালা প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন রুহিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রাখসানা হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা শেফালী বেগম এবং সাংগঠনিক সম্পাদিকা শেফালী আক্তার।

সভায় প্রধান অতিথি রহিমা খাতুন বলেন, “এই যোগদান শুধু একটি সাংগঠনিক কার্যক্রম নয়, বরং এটি একটি বার্তা। বিএনপি একটি ধর্মনিরপেক্ষ, নারীবান্ধব ও গণমুখী রাজনৈতিক দল। যেখানে সবাই সমানভাবে মূল্যায়িত।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট