
রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন আজ রোববার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রুহিয়া ডাকবাংলোতে আয়োজিত এ সম্মেলনে সভাপতি পদে মোঃ সাইদুর রহমান সুমিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোটে মোঃ মোতাহার আলী ৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ খাইরুল ইসলাম পেয়েছেন ৩৭ ভোট। মোট ভোটার ১০২ জন, প্রদত্ত ভোট: ৯৯টি।
ভোট শেষে বিকাল ৪টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ কামরুল হাসান টিটো। এ সময় উপস্থিত ছিলেন পোলিং অফিসার মোঃ ফারুক হোসেন, প্রিজাইডিং অফিসার মোঃ কুদরত আলী, রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ ও সমিতির নবনির্বাচিত সভাপতি।
পরবর্তী সময়ে কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদস্যরা। নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
মোবাইল: ০১৭১৬৯০০৯৮৩