রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রুহিয়া থানা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশ নেওয়া নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও মাইকে উচ্ছ্বাসপূর্ণ স্লোগান দেন। র্যালী থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা বিএনপির কার্যালয়ে শেষ হয়।
উৎসবমুখর পরিবেশের মধ্যেও নেতাকর্মীরা ঠাকুরগাঁও জেলা বিএনপির প্রয়াত সভাপতি মরহুম তৈমুর রহমানকে স্মরণ করেন।
এর আগে কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সম্পাদক মোঃ পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান হান্নু, প্রচার সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ আবুনুর, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মানিক, যুবদলের সভাপতি মোঃ আনার আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মহিলা দলের সভাপতি রহিমা বেগম এবং ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন দেলু।
সভায় ওবায়দুল্লাহ মাসুদ বলেন, “নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।”
মোবাইল: ০১৭১৬৯০০৯৮৩