
চমকে দিয়েই এসেছিল দিন,
কথা হলো অনেক,ঘুরলাম দীর্ঘ পথ
ছায়ায় ছায়া মিশে, পায়ে পায়ে।
রিকশা,টমটম সব হলো,
ডজন ডজন পেয়ালা হলো শূন্য।
ওয়াইন রঙের দুটো জামা, মাইলের পর মাইল আলাপ করলো, ক্রোশ ধরে।
সময় ফুরিয়ে গেলো,
তুমি ফিরলে কাজে,আমিও।
ফুরোলো না কথা।
বিবাদ ছড়ালো মাটি ও তার সীতা।
প্রস্থানের পর
খাণ্ডব পুড়ে গেলে মনে হলো,
ইচ্ছে করেই কি ভুলে গিয়েছিলে বিপাশার তীরে
হাত ধরবার বায়নাটা?
তারপর
কতদিন পেরিয়ে গেছে
এখনও এই স্বপ্নটা মনের উঠোনে ঘোরে
অকারণে,
লাটিমের মত ক্ষত করে।