
।। শহীদুল ইসলাম,পঞ্চগড়।।
পঞ্চগড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বোদা পৌরসভা এলাকার ভাসাইনগরে অবস্থিত মেসার্স এম এম এল ব্রিকস ও মেসার্স এস এ আর ব্রিকস নামক দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে চিমনীসহ ভেঙ্গে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ও কাঁচা ইট বিনষ্ট করা হয়।
বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ন ও বোদা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা উপজেলায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।।
এদিকে, পঞ্চগড় জেলা পরিবেশন আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক মেম্বার শহীদুল ইসলাম শহীদ জেলা প্রশাসনের এমন উদ্যোগে জন্য স্বাগত জানিয়ে সকল অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান।