সম্প্রতি ব্যারিস্টার সৈয়দা শাকিলা ফারজানা নামক একটি আইডি থেকে করা এক পোস্টে বলা হয়, আমাকে দলের হাইকমান্ড সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোনীত করবেন- এই নিশ্চয়তা দেওয়ায় আমার মনোনয়ন আপিল প্রত্যাহার করে নিয়েছি। হাটহাজারীবাসী হতাশ হবেন না।
তবে এ বিষয়টিকে অস্বীকার করে শাকিলা ফারজানা বলেন, গত দুই দিন ধরে বিভিন্ন ফেক আইডি থেকে আমার নামে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করা হচ্ছে। স্পষ্টভাবে জানাতে চাই, এই পোস্টগুলো আমার লেখা নয় এবং আমার অনুমতিক্রমেও প্রকাশ করা হয়নি।
যারা এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, তারা নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্যে তা করছেন না। রাজনীতিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করুন। এ ধরনের নিম্নমানের ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।
তিনি আরও বলেন, আপনি যে দলের রাজনীতি করেন, সেই দলের নাম ব্যবহার করে প্রতিপক্ষকে হেয় করার অপচেষ্টা মূলত সেই দলের নীতিনির্ধারক ও আদর্শকেই প্রশ্নবিদ্ধ করে। সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা করুন, অপরাজনীতি পরিহার করুন। কারণ অপরাজনীতি ও অপশাসন কোনো রাজনীতিবিদ বা তার দল ও নেতাকর্মীদের জন্য কখনোই সুফল বয়ে আনে না।
যে বা যারা এই পোস্টগুলো করেছেন, অনতিবিলম্বে সেগুলো ডিলিট করার জন্য অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, তথ্য-প্রযুক্তির এই যুগে এ ধরনের কাজের পেছনে কারা জড়িত, তা শনাক্ত করা মোটেই কঠিন নয়। অতএব, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।










