
নিজস্ব প্রতিবেদক।। নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসায় ২০২৫ইং শিক্ষাবর্ষে জাতীয় ও আঞ্চলিক বোর্ডে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩১ অক্টোবর রোজ শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিথযশা আইনজীবী হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল।
এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় ও আঞ্চলিক বোর্ডে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা জানানো হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হাফেজ নূর মোহাম্মদ।
এ সময় বক্তারা শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসার ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
নরসিংদী থেকে বাবুল মিয়া