
এক অভিন্ন জগতের বাসিন্দা তুমি আমার হৃদয়ের প্রতিবেশী-
আট বিহারার পালকীতে হতে চাই সঙ্গী তোমার এ বাসনা পূষি,
এক দিন হয়তো এ বুকেই রবে তোমার অস্তিত্বে ভালোবেসে-
নয় তো যাবে বৃথা জন্ম ভালোবাসার পৃথিবীতে অবশেষে।
আট ঘাঠ বেধে করেছি বন্দী হৃদয়ের গহীনে ওগো তোমায়-
দুই জীবন রবে একত্রিত চাইলেও হবোনা কেউ আলাদা বিচ্ছিন্নতায়,
আট আনা ভালোবাসা দিগুন বিশ্বাস করে এ জীবনে পূঁজি-
শুন্য হৃদয় পূর্ন ভালোবাসায় নিবিড় বন্ধনে তোমাকেই বুঝি!
এক মনে তোমাকে করেছি এ হৃদয়ের ক্যানভাসে আবিস্কার-
তিন নয়নে করছি লালন বিলাতে হৃদয়ের জমি চিত্ত করে উজার,
কত সুখে হয় প্রেমিক মন সুখী জীবনের চরাচরে আবহকালে-
হয়তো ছিলে তুমি বরাদ্দ মহান মাবুদের দয়ায় অভাগা কপালে!
তোমায় নিয়ে কাব্য লিখি আঁকি রংতুলি’তে মানস পটে ভালোবেসে-
মহাকাব্যে মহা নায়িকা রুপে তোমাতেই দিয়েছি সঁপে লেখনীতে নিমেষে,
তোমার শ্রীবদনে সোহাগ আস্বাদনে যে আভা ফুটে ছড়ায় অজস্র আলোর দ্যূতি-
ভাবিনা কোন ভাবনা তোমাকে ছাড়া আজন্ম তপস্যায় তোমাতে পূঁষি প্রীতি!
শুণ্য হাত হয়েছে পূর্ন! যখন ধরেছো তুমি প্রেমের পরশে কোমল হাতে-
তোমার সুরভীত স্পর্শ করি অনুভব সারাক্ষনই আষ্টে-পৃষ্টে প্রপাতে,
শুণ্য হৃদয় ছিলোনাতো ভালোবাসা বিহীন, ছিলো ভালোবাসা মৃত প্রায় রাশি রাশি-
শুণ্য হৃদয়ে তোমায় ভালোবেসে পেয়েছি, তোমাকেই ভালোবাসতে প্রত্যহ রোজ দিবা-নিশি……