সটাফ রিপোর্টার।। নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাবুরহাট এলাকায় সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে ফুলতলার দীপেন সাহার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের দোসর দীপেন সাহা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে শেখেরচর বাজারে একাধিক ভিট দখল করেছেন এবং এর মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন।
জানা যায়, তিনি বর্তমানে নরসিংদী পূজা উদযাপন পরিষদের সভাপতি। তাঁর নেতৃত্বে শেখেরচর মাজার বাসস্ট্যান্ডে অবস্থিত ড্রিম হলিডে পার্ক থেকে পাঁচদোনায় ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করা হয়। এমনকি ছাত্র হত্যার মদদ দাতা ও অর্থায়নের অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে।
বাবুরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাসেল অভিযোগ করে বলেন,
“দীপেন সাহা আওয়ামী লীগের দোসর। তাঁর ভয়ে শেখেরচরে কেউ টু শব্দ পর্যন্ত করতে পারেনি।”
একইসঙ্গে স্থানীয় রুবেল আহমেদ বলেন,
“দীপেন সাহা ছাত্র হত্যার মদদ দাতা। সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ করেছেন। তাঁর খুঁটির জোর কোথায়, এখনো তিনি ধরাছোঁয়ার বাইরে।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, এ বিষয়ে ইতোমধ্যে ভূমি অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে অবৈধ মার্কেট উচ্ছেদের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দীপেন সাহার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংক্ষেপে বলেন,
“আমি মিটিংয়ে আছি। যা যা দরকার আমি ব্যবস্থা করব। তবে রিপোর্ট করবেন না।”