
মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাও।। অব্যাহত কনকনে হাওয়া ও শীতে আক্রান্ত চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ঠাকুরগাও শাখার উদ্দ্যোগে এসব কম্বল সরবরাহ করা হয়েছে।
২৪ জিসেম্বর সন্ধায় শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত ব্যাংকটির ঠাকুরগাও শাখা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক জাকির হোসেন (এভিপি), বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলীম, গনি মোঃ সুলতান হাসান, আবুল কালাম আজাদ, মুফতি মোঃ শরিফুল ইসলাম সহ ব্যাংকটির অন্যান্ন কর্মচারী বৃন্দ।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ঠাকুরগাও শাখার শাখা ব্যবস্থাপক জাকির হোসেন (এভিপি) জানান, সামাজিক দায়বদ্ধতার অংশহিসেবে শীতার্ত ও দুঃস্থ মানুষের সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।