
চৌধুরী নুপুর নাহার তাজ,দিনাজপুর জেলা প্রতিনিধি।।সবুজ পৃথিবীর টানে, প্রকৃতির প্রতি দায়বদ্ধতায় দিনাজপুরের খানসামায় আয়োজন করা হলো এক ভিন্নধর্মী কর্মসূচি। উপজেলার জয়গঞ্জ রোডের পাশে সোমবার সকালে তালগাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক।
গতকাল ২৯ সেপ্টেম্বর সোমবার মোট ১২০টি তালগাছ রোপণের মধ্য দিয়ে সূচনা হলো এই উদ্যোগের। প্রাণের টানে, সমাজ ও পরিবেশের প্রতি ভালোবাসা থেকে এসএসসি ১৯৯৬ ব্যাচের কয়েকজন বন্ধু একত্রিত হয়ে হাতে নিলেন এই সবুজের অভিযান। তাদের বিশ্বাস—আজকের এই ছোট প্রচেষ্টা একদিন হয়ে উঠবে প্রজন্মের জন্য নিরাপত্তা ও সৌন্দর্যের প্রতীক।
তালগাছ গ্রামীণ জীবনে শুধু ছায়া দেয় না, বজ্রপাতের সময় রক্ষা করে অসংখ্য প্রাণ। আবার এর দৃঢ় কাণ্ড ও দৃষ্টিনন্দন গড়ন একসময় হয়ে ওঠে গ্রামের পরিচয় ও ঐতিহ্যের অংশ। এ কারণেই তালগাছকে বলা হয় “প্রকৃতির অভিভাবক বৃক্ষ”।
ওসি নজমুল হক বলেন, “তালগাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবনেরও নিরাপত্তার প্রহরী। আজকের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। আমি আশা করি, এ ধারা অব্যাহত থাকলে খানসামা আরও সবুজ ও নিরাপদ হয়ে উঠবে।”
এসএসসি ৯৬ ব্যাচের বন্ধুরা জানান, তারা ভবিষ্যতেও এক হয়ে কাজ করে যাবেন সমাজ ও পরিবেশের কল্যাণে। স্থানীয়রা মনে করেন, এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও মানুষের সচেতনতা তৈরিতেও দৃষ্টান্ত হয়ে থাকবে।
তালগাছ রোপনে আরও উপস্থিত ছিলেন নন্দ, মাসুদ, শাহীনুর, কৃষ্ণ, প্রতাপ, নন্দলাল, দেলোয়ার, রতন, ললিত, রহমান প্রমূখ।