
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃরংপুর বিভাগীয় ৮ দলীয় সমাবেশ থেকে গাইবান্ধা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোঃ ফারুক মৌলভী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর পীরগঞ্জ থানাধীন মাদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ ফারুক মৌলভীর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী থানার পবনাপুর দক্ষিণ পাড়ায়। তিনি আলহাজ্ব মোঃ বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাবেশ শেষে গাইবান্ধামুখী একটি পিকআপের সামনের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি রাস্তার পাশে পড়ে গুরুতর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোঃ ফারুক মৌলভী মা*রা যান।
এ ঘটনায় আরও ৮–৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পীরগন্জ ও পলাশবাড়ীর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও ঘটনাস্হলে হাজির হয়েছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ।