
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কে কে বাড়ি লক্ষীর হাটের খাস জমির উপর বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের পাশেই লক্ষীর হাট খাস জমির উপর আবুল কালাম ও কাদের বসতবাড়ি নির্মাণ করেছেন। এতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী লক্ষীর হাটের কাঁচা বাজার সংকুচিত হয়ে পড়েছে। বাজারের জায়গা কম থাকায় হাটের দোকানপাট সঠিকভাবে বসতে পারছে না। ফলে ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
রবিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয়রা অভিযোগ করে জানান, লক্ষীর হাট প্রাচীনতম হাট হলেও বর্তমানে অবৈধ দখলের কারণে বাজারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাজারে কেনাবেচা করতে আসা মানুষজনের ভিড় সামলানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বাংলা টিভির সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ মামুন এবং স্বাধীন ভোর পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল হোসেন ঘটনাস্থলে গেলে তারা তথ্য না পাওয়ার পাশাপাশি সাংবাদিকদের কাজে বাধা প্রদান করেন অভিযুক্ত আবুল কালাম।
এ বিষয়ে জানতে চাইলে ৪নং বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন,
সরকারি খাস জমির উপর কোনো ধরনের বসতবাড়ি স্থাপন করা যাবে না। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, অবৈধভাবে দখলকৃত খাস জমি দ্রুত উদ্ধার করে হাটের জায়গা ফিরিয়ে দিতে হবে। অন্যথায় বাজারের পুরনো ঐতিহ্য নষ্ট হয়ে যাবে এবং হাটবাসীর দুর্ভোগ আরও বাড়বে।