
।। আমিনুর রহমান হৃদয়।।
আজকাল প্রায়ই দেখা যায়, অচেনা-অজানা অনেকেই সাংবাদিক পরিচয়ে ঘুরে বেড়াচ্ছেন। কেউ অনলাইন নিউজপোর্টাল বা প্রিন্ট পত্রিকার নামে আইডি কার্ড ঝুলিয়ে সরকারি অফিসে ঢুকছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে “সাংবাদিক” হিসেবে পরিচিত করছেন। এখন প্রশ্ন হলো, এই বিপুল সংখ্যক “কার্ডধারী সাংবাদিক” আসলে কতজন সত্যিকার অর্থে সাংবাদিকতা করছেন?
সাংবাদিকতা কোনো কার্ডের বিষয় নয়। শুধু নামে মাত্র কার্ড থাকলেই একজন সাংবাদিক হতে পারেন না। একজন প্রকৃত সাংবাদিকের কাজ হলো তথ্য যাচাই করা, সত্য উদঘাটন করা এবং মানুষের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে সাহস দেখানো। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেকে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে। কেউ রাজনৈতিক বা দলীয় স্বার্থে, কেউ ব্যক্তিগত সুবিধার আশায়, আবার কেউ সরাসরি প্রভাব খাটানোর জন্য। এতে শুধু পেশার মর্যাদাই ক্ষুণ্ণ হচ্ছে না, বরং প্রকৃত সাংবাদিকরাও প্রশ্নবিদ্ধ হচ্ছেন। যদি এর দায়ভার কিছু প্রকৃত সাংবাদিকেরও। প্রকৃত সাংবাদিকদের মধ্যে অনেকেই সাংবাদিকতার প্রভাব দেখিয়ে এলাকায় নিজের ক্ষমতা প্রদর্শন করে, অনিয়ম কর্মকাণ্ডে লিপ্ত হয়। আমার মতে, ওই প্রকৃত সাংবাদিকরা তখন আর আদতে সাংবাদিক থাকেন না। তাঁরাও শুধু পরিচয়েই দাবি করা প্রকৃত সাংবাদিক থাকেন। কাজে কর্মে সাংবাদিকতা থেকে অনেক দূরে সরে যান। দুর্নীতিবাজদের সহায়তাকারী ও নিজেরা সুবিধাবাদী হয়ে যান।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সংকটে পড়েছে মূলধারার সাংবাদিকতা। যাঁরা আসলেই সাংবাদিকতা করার চেষ্টা করেন, করছেন। যাঁরা প্রতিদিন মাঠে নেমে তথ্য সংগ্রহ করেন, যাচাই করেন, তাঁরা অনেক সময়ই সাধারণ মানুষের অবিশ্বাসের মুখে পড়েন এখন । কারণ ভুয়া বা অপেশাদার পরিচয়ধারীরা ইতিমধ্যে সেই আস্থার জায়গাটি ক্ষয় করে ফেলেছেন।
জাতীয় নির্বাচন সামনে তাই কার্ডধারী সাংবাদিকতার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। নির্বাচনের দিন গলায় কার্ড ঝুলিয়ে ভোটকেন্দ্রে ঢুকবে এসব কার্ডধারীরা। তারপর কি করবে….সেটা সবারই জানা।
আমাদের সবাইকেই মনে রাখতে হবে সাংবাদিকতা কোনো ক্ষমতার পরিচয় নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক। সত্য বলার সাহসই একজন সাংবাদিকের মূল পরিচয়, কার্ড নয়। সত্য তথ্য তুলে ধরতে গিয়ে অনেক সাংবাদিক হামলা–মামলার শিকার হন, অনেকের প্রাণও কেড়ে নেন। তারপরও জীবনের ঝুঁকি নিয়েই অনেকে এই পেশাকে ভালোবেসে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সাহস নিয়েই সত্য প্রকাশ করতে সামনে এগিয়ে যান। সত্য প্রকাশ করেন। এটাই সাংবাদিকতা। দুর্নীতিবাজ, অনিয়মকারীরা যে তথ্য গোপন রাখতে চায় সেটাই সংবাদ। আর সেই তথ্য জনস্বার্থে প্রকাশ করাই মূল সাংবাদিকের কাজ।