
।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার পঞ্চগড়ের বিভিন্ন স্থানে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দলীয় নেতৃবৃন্দ গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। অন্যান্য দাবির মধ্যে ছিল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়। জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব জাগপা সাধারণ সম্পাদক মকছেদুল আলম, উপজেলা যুব জাগপা সভাপতি আসমত, জেলা যুব জাগপা প্রচার সম্পাদক বিপুল সরকার, সহপ্রচার সম্পাদক খোকন হোসেন,সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, শ্রমিক জাগপা সহ-সাধারণ সম্পাদক আবছার আলি,সদর উপজেলা জাগপার প্রচার সম্পাদক নাজমুল হক, হাফিজাবাদ ইউনিয়ন জাগপা সভাপতি আল মামুন প্রমুখ।