
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ – সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটার বিরুদ্ধে কলেজ ফাঁকি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা গেছে, তিনি হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী কেবি কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। কিন্তু তিনি কোনদিন ক্লাস করাননি। গত ২০২৪ সালের গণ অভ্যুত্থান হওয়ার পর গা ঢাকা দিলেও ক্লাস না করিয়ে বেতন ভাতা উত্তোলন করছেন তিনি।
সেই সাথে নিজের বাবার নামে একটি প্রতিবন্ধী বিদ্যালয় সরকারি খাস জমিতে স্থাপন করে সাধারণ বেকার যুবক যুবতীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
তার বিচার চেয়েছেন সেই এলাকার মানুষ।
এ বিষয়ে সেলিনা জাহান লিটার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।