1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোদের আঁধার / /  আফরোজা রিকা পলাশবাড়ীতে ২০০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন বীজ সংরক্ষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন পঞ্চগড়ে সেনাবাহিনীর শীতবস্ত্র কম্বল পেল শীতার্ত মানুষজন, ফুটলো মুখ হাসি আন্ত:কলেজ ফুটবলে ভজনপুর ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন ব্যক্তিগত সফরে দিনাজপুরে দৈনিক ভোরের আকাশের সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন পুরো গ্রামে শোকের মাতম।।  সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়া পলাশবাড়ীর কৃতি সন্তান  হাদি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার, আতঙ্কে রাজনৈতিক মহল সাথী বৈদেশীর গানের পরিচালনায় সোহেল খান

সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার ‎অঙ্গীকারে গাইবান্ধায় সিপিবির সম্মেলন ‎

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃসাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা রুখে দেয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির দুদিনব্যাপী জেলা সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ। ‎

এতে জেলার সাত উপজেলার কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা অংশ নেন। শুক্রবার কাউন্সিল অধিবেশনের মধ্যদিয়ে সম্মেলন শেষ হবে।

কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি অ্যাড. শাহাদৎ হোসেন লাকুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি পার্টির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার নিমাই গাঙ্গুলি। এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক সাদেকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক মুরাদজামান রব্বানী।

অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ বলেন, এদেশের সাধারণ মানুষ বৈষম্যহীন, শোষণমুক্ত, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য বারবার রাজপথে নেমেছে, জীবন দিয়েছে। কিন্তু তাদের বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজের স্বপ্ন একদল লোক লুটে নিয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিবাদ আবারও নতুন করে জেঁকে বসছে। এই ফ্যাসিবাদের অবসান করতে না পারলে ২৪ এর গণঅভ্যুত্থানের সুফল পাবে না জনগণ। তিনি আমেরিকা, চীন, ভারতসহ বহির্দেশের হস্তক্ষেপমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মিহির ঘোষ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। মানুষ একটি ইতিবাচক পরিবর্তন আশা করেছিল। কিন্তু অন্তবর্তী সরকারের এক বছরের কর্মকান্ড মানুষের সেই প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে। ঘুষ, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, বিচার বহির্ভূত হত্যাকান্ড চলছে আগের মতই। দেশে নারীর প্রতি সহিংসতাসহ মব সন্ত্রাস বেড়েছে। মার্কিন সাম্রজ্যবাদীর তোষণ ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাষ্ট্রীয় মদদ দেয়ার প্রবণতা দেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলছে। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে এসবের বিরুদ্ধে সমাজ গঠনের লক্ষ্যে বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার গঠনের বিকল্প নেই।

এর আগে লাল পতাকার একটি বিশাল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট