1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা ২৮ অক্টোবর ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল- রাশেদ প্রধান ভয়ের কোন কারণ নেই বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – ব্যারিস্টার নওশাদ জমির নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার

স্থায়ী গণতন্ত্র তৈরী না হলে পি আর পদ্ধতি ভালো ফল বয়ে আনতে পারবেনা- নওশাদ জমির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
পিআর পদ্ধতি নিয়ে আমাদের দলীয় অবস্থান সঠিক । পি আর পদ্ধতির যে অভিজ্ঞতা যে দেশগুলোতে গণতন্ত্র সামনের দিকে এগুচ্ছে সেই দেশ গুলোতে পিআর পদ্ধতি ভালো অভিজ্ঞতা বয়ে আনেনি। এখনো স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি এমন দেশগুলোতে পি আর পদ্ধতি টেকেনি। আমাদের পাশ্ববর্তিদেশ নেপাল একটা বড় উদাহরন। পিআর পদ্ধতির জন্য নেপালে কয়েক বছরের মধ্যে ৯ বার সরকার পরিবর্তন হয়েছে। একটা সরকারের সঠিক ভাবে স্থায়িত্ব ছিলোনা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচীতে অংশ নিয়ে মাসব্যাপী কর্মসূচির পঞ্চম দিনে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের ইসলাম বাগ এলাকায় এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। তিনি গণসংযোগর সময় বলেন, গত ১৯ বছর আমরা মানুষের কাছাকাছি আসতে পারিনি। সাধারন মানুষের সাথে কথা বলতে পারিনি। ঘরে ঘরে জনে জনে কর্মসূচী নিয়ে আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করছি। তাদের সঙ্গে কথা বলছি। আমরা অনেক সাড়া পাচ্ছি। মানুষের সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে পারছি।
এসময় ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমিরের ছোট ভাই ব্যারিষ্টার নওফল জমির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মিজা নাজমুল ইসলাম কাজল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন পারভিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামসুজ্জামান বিপ্লব,
শহীদ বাবু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রাজিউর ইসলাম রাজু
, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, ছাত্রদলের জাহেদুল ইসলাম রাসেল,
হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত রবিবার সকালে পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে ঘরে ঘরে জনে’ কর্মসূচী শুরু হয়। এই কর্মসূচীতে বিএনপির ৩১ দফা কর্মসূচী এবং রাস্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে ধারনা দেয়া হচ্ছে। জানা গেছে এই কর্মসূচী বাস্তাবায়ন করতে ১৯ টি টিম গঠন করা হয়েছে। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ বলেন, এমন কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক ফেলেছে। সাধারণ মানুষ মনোযোগ সহকারে বক্তব্য শুনছেন। নিজেদের ও এলাকার সুবিধা অসুবিধার কথা তুলে ধরছেন। অনেকে নেতাকে আপ্যায়ন করার চেষ্টা করছেন।
তিনি এই কর্মসূচির আওতায় বিএনপির ৩১ দফা পরিকল্পনা ও রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য অঙ্গীকারগুলোর লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট