
তোর জীবন থেকে হারিয়ে গেছি
তুই চাইলে ও
আর পারবি না ফেরাতে।
ফেরারি হবো দূরে দূরে রবো
যতই করিস সন্ধি,
হব না বন্দী।
একদিন ছিলি তুই আপন,
সব কথা শুনবো করছিলাম পণ
হৃদয় থাকতো
তোর কাছেই পড়ে,
আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে।
কে জানতো তোর কাননে ভরা
শেফালী ফুল,
বার-বার করবি ভুল
দে এখন তুই তোর ভুলের মাশুল।
মধু ফুলেরও আছে মধু
যাব তার কাছে,
বাজারে পাওয়া যায় এমন মধুতে
নিরদ্বিধায় ভেজাল আছে।
তোকে নিয়ে যতটা কেঁদেছি
ততটা কাঁদা যায় না,
এই মন পেতে ধরবি না কোনদিন তুই বায়না।।