
ফজলার রহমান গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধা নির্মাণাধীন দোতালায় পিলারে রং করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টে তারে বিদ্যুস্পৃষ্টে রাকিব মিয়া (২২) নামে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার গাইবান্ধা পৌরসভার ৪ নং ওয়ার্ড কলেজ পাড়ায় দোতালায় রং করার সময় এ ঘটনাটি ঘটে।
নিহত রাকিব মিয়ার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামের মাহবুর আলম খাজা ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা পৌরসভার ৪ নং ওয়ার্ড কলেজ পাড়ায় বৃহস্পতিবার দুপুরে মোঃ সোহেল রানা (৪৫) এর একটি নির্মাণাধীন দোতলায় একটি পিলারে রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহত রাকিব মিয়াকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
বর্তমানে ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।