ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে এবং বিশ্ব ব্যাংক এর অর্থায়নে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় আজ
বৃহস্পতিবার পৌরসভার হলরুমে দিনব্যাপি এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির কর্মকর্তা ও প্রকৌশলী এবং আরইউটিডি প্রকল্পের উপ-প্রকল্প কর্মকর্তা মো: মফিজ উদ্দিন বাবলু।
পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। এতে আরো বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, আতাউর রহমান, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক পৌর প্রকৌশলী বেলাল হোসেন,
নারী নেত্রী ফোরাতুন নাহার প্যারিস, লাভলী বেগম প্রমুখ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রকিবুজ্জামান, নগর পরিকল্পনাবিদ আব্দুর রকিব খান, সাইফুর রহমান রাজন, এলজিইডি’র জেন্ডার স্পেশালিষ্ট সাজেদা বেগম,
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রইচ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, পৌর সহকারি প্রকৌশলী এস এম নাহিদ হাসান প্রমুখ।
কর্মশালায় আলোচকরা জানান, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) বাংলাদেশের নিজস্ব বিনিয়োগ প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এটি জুন ২০৩০ সালে ৬ বছর মেয়াদে বাস্তবায়িত হবে।
প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) টেকসই নগর উন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য মৌলিক জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা; শহর ও নগরের ভূমি পরিকল্পনা প্রনয়ন; শহর ও গ্রামের মধ্যে সংযোগ শক্তিশালীকরণ; উন্নয়ন নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।
এছাড়া জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নগর সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক ব্যবস্থাপনায় অধিকসংখ্যক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করবে এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের আর্থিক স্বক্ষমতা বৃদ্ধি করবে।
সে সময় প্রকল্প সংশ্লিষ্টরা সকলের কাছে প্রকল্প সুষ্ঠু ভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, সাংবাদিক, জনপ্রতিনিধি, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।