
মজিদ ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুণগাঁও মাদ্রাসাপাড়া গ্রামের ১২ বছর বয়সী শিশু মো. মুন্না গত শনিবার (১১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে রায়পুর এলাকা থেকে নিখোঁজ হয়েছে। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
নিখোঁজ মুন্নার পিতা আমিনুল ইসলাম ও মাতা মুন্নি আক্তার জানান, মুন্না সেদিন বিকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এবং তারপর থেকে আর ফেরেনি। আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকাগুলোতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুর বয়স ১২ বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৩ ফুট ৫ ইঞ্চি এবং ওজন আনুমানিক ২৫ কেজি।
ঘটনাটি নিয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৫৮৫।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে কেউ যদি মুন্নার সন্ধান পান, তবে দয়া করে ঠাকুরগাঁও সদর থানা বা নিকটস্থ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য।
মুন্নার পরিবার বর্তমানে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত শিশুটিকে উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।