
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর।। ঠাকুরগাঁও জেলা পেলো,মাদক কারবারি,সন্ত্রাসী, অন্যায়কারীদের যমদূত এ.টি.এম গোলাম রসুল।
উনি গত ডিসেম্বর ঠাকুরগাঁও জেলায় ডিবি’র অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।ইতোপূর্বে তিনি দিনাজপুর,লালমনিরহাট,উখিয়া(কক্সবাজার) ও ঢাকা জেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
তিনি ভালো মানুষের বন্ধু ও দুষ্টু লোকদের জন্য সত্যিই একজন আতংকের নাম।তিনি যখন দিনাজপুর ডিবিতে ছিলেন তখন থেকেই আমরা তাকে চিনি।রসুল ভাইয়ের জন্য রইল শুভ কামনা।