চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন ব্রিজঘাট মেরিনার সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানাধীন হিঙ্গারপাড়া গ্রামের মো. শাহীন সরকার (৩৫) এবং ঢাকার কেরানীগঞ্জ থানাধীন খোলামোড়া ৬ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেন (৩৬)। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, সকাল পৌনে ১০টার দিকে ব্রিজঘাট বিআইডব্লিউটিএ অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে একটি বাইককে থামার সংকেত দিলে ওই ব্যক্তি তার আরোহীসহ পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করে তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।