নিজস্ব প্রতিবেদক।। চলতি বছরের ০৭ মে আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অনুমোদিত ও রেজিস্ট্রার সাক্ষরিত একটি নির্দেশনায় ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুন বাড়ি ফাজিল মাদরাসার সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয় আলমগীর হোসেনকে৷ নিয়ম অনুযায়ী মিটিং দেওয়ার কথা থাকলেও নানা পায়তারা করে চলছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আমিনুর সরকার৷ ভিসির নির্দেশনা অমান্য করে স্থানীয় বিএনপি নেতা আহসান হাবীবকে সভাপতি বানানোর চেষ্টা করছেন তিনি৷ অভিযোগ রয়েছে, যাকে সভাপতি হিসেবে মনোনয়নের চেষ্টা করছেন তার জমাকৃত মাস্টার্স সনদটি ভুয়া৷
এসব বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আমিনুর সরকার বলেন, হাবিবকে সভাপতি হিসেবে না বানালে আমাকে মাদরাসায় আসতে দিবেননা বলে হু*ম*কি দেওয়া হয়েছে৷ সেজন্য আমি বাধ্য হয়ে চেষ্টা করছি৷
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিগত সরকারের আমলে বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বনি আমীনের অর্থ যোগান দাতা ছিলেন৷ মাদরাসার সভাপতির আসনে বনি আমিনকে বসিয়ে করেছেন লাখ লাখ টাকা আত্মসাত। পতিত আওয়ামী সরকারের আমলে ওলামালীগের সাথে থাকলেও এখন ঘোর পাল্টেছেন৷ এখন তিনি জামায়াতের নেতা৷ প্রতিষ্ঠানটির প্রায় ৩০০ বিঘা নিজস্ব জমি-জমা রয়েছে। সেই সাথে রয়েছে মার্কেটেও৷