বিশ্বের আকাশে
বিশ্বের বাতাসে
বারুদের গন্ধ,
বিশ্বের লোকেরা
স্বভাব যেন লুটেরা
খালি করে দ্বন্দ্ব।
স্বার্থের কারণে
কৌশল বুননে
শুধু করে যুদ্ধ,
স্বার্থ না পেলে পরে
আপনার মনো ঘরে
হয়ে যায় ক্ষুব্ধ।
কেউ চাই দেশ হাতে
কেউ চাই মোড়ল হতে
যুদ্ধ করে ছিনিয়ে,
কেউ চাই খালি টাকা
প্রসন্ন ভাগ্য দেখা
সব কিছু বিলিয়ে।
লোকেদের অন্তরে
হিংস্রতা বাস করে
দয়া মায়া নেই যেন কারো
ব্যাঘ্র হয়ে লোক মারে
জম হইলে প্রাণ কারে
খর্গ দ্বারা কেটে নেয় মুড়ো।