পতপত বাতাসে উড়িয়ে নৌকার পাল
আসব বাড়ি কাল,
শোন মেয়ে?
আরেকটু অপেক্ষায় থাকো।
পায়ে আলতা,
হলুদ গায়ে মাখো।
কথা দিয়েছিলাম ফিরবো
তোমার কাছে
সেদিন জোরে ইষ্টিকুটুম,
ডেকেছিলো হিজল গাছে।
তুমি ছাড়া ভালোলাগে না কিছু
বসে না বানিজ্যে মন,
আনমনে নৌকায় বসে ভাবি সারাক্ষণ।
নদীর ঢেউ যখন
উতালপাতাল করে
ঘর্ষণে ভারী বর্ষণে কত মানুষ মরে।
আমিতো বেঁচে আছি,
কাছে পাব একদিন সেই স্বপ্ন নিয়ে
লাল টুকটুক বেনারসি শাড়িতে
বঁধু সাজিয়ে
যাব তোমায় আপন করে নিয়ে।
তখন প্রেমের কাব্য লিখবে তুমি,
করবো না আর বারণ,
রোজ সকালে ভালোবেসে ধরবে শুধু চরণ।
স্বামী ভক্ত হলে তুমি
আরো ভালোবাসা পাবে
আদর্শবান বউ হয়ে সবার বাড়ি যাবে।।