1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেদখল ঠাকুরগাঁও রোড বাজার, অবশেষে নিজেদের সম্পত্তি দাবি করলো দখলদারেরা পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবরদখলের অভিযোগ গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত আনুষ্ঠানিক অভিষেক পীরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ঠাকুরগাঁওয়ে দয়লবাবার অনুসারীর জানাযায় এলাকাবাসীর বাঁধা : ছেলেদের ক্ষমা চাওয়ার পর দাফন পীরগঞ্জে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা আনুষ্ঠানিক অভিষেক পীরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির দায়িত্ব গ্রহণ পলাশবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু দলের দুঃসময় থেকে আজও জনগণের পাশে অধ্যাপক কামাল হোসেন বেদখল ঠাকুরগাঁও রোড বাজার, অবশেষে নিজেদের সম্পত্তি দাবি করলো দখলদারেরা

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে মাধবদী পৌরসভার চিত্র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মাসুদ রানা বাবুল।।নরসিংদীর মাধবদী পৌরসভা দিন দিন উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে। বর্তমান প্রশাসক নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার–এর সার্বিক দিকনির্দেশনায়, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারের তত্ত্বাবধানে উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।

গত মাসে পৌরসভার ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে আধুনিক ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের স্প্রে করা হয়েছে। পাশাপাশি যে সকল এলাকায় পানি নিষ্কাশন সমস্যায় ভুগতে হচ্ছিল, সেখানে সংস্কারকাজ চলছে।

এছাড়া, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে পৌর উন্নয়নে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থে রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ খুব শিগগিরই শুরু হবে। এতে মাধবদী পৌরসভার চিত্র পাল্টে যাবে এবং নাগরিকদের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট লাঘব হবে।

পৌর প্রশাসক আসমা জাহান সরকার বলেন,
“মাধবদী পৌরবাসীর ভোগান্তি কমিয়ে উন্নয়নের ছোঁয়া পৌছে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যেই ড্রেনেজ, রাস্তা-ঘাট ও পরিচ্ছন্নতা খাতে কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে উন্নত সেবার আওতায় আনা হবে।”

পৌর নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার জানান,
“আমাদের সেবা কার্যক্রম এখন সম্পূর্ণ ডিজিটাল ও অনলাইনভিত্তিক। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদসহ সব ধরনের কাজ অনলাইনে সম্পন্ন হচ্ছে। কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে না। নাগরিকরা এখন হয়রানি ছাড়া সহজেই সেবা পাচ্ছেন।”

পৌরসভার নির্বাহী কর্মকর্তা আরো জানান নাগরিকদের সহযোগিতা ও দোয়া নিয়ে তারা মাধবদী পৌরসভার সামগ্রিক উন্নয়নে কাজ চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট