মাসুদ রানা বাবুল।।নরসিংদীর মাধবদী পৌরসভা দিন দিন উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে। বর্তমান প্রশাসক নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার–এর সার্বিক দিকনির্দেশনায়, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারের তত্ত্বাবধানে উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।
গত মাসে পৌরসভার ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে আধুনিক ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের স্প্রে করা হয়েছে। পাশাপাশি যে সকল এলাকায় পানি নিষ্কাশন সমস্যায় ভুগতে হচ্ছিল, সেখানে সংস্কারকাজ চলছে।
এছাড়া, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে পৌর উন্নয়নে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থে রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ খুব শিগগিরই শুরু হবে। এতে মাধবদী পৌরসভার চিত্র পাল্টে যাবে এবং নাগরিকদের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট লাঘব হবে।
পৌর প্রশাসক আসমা জাহান সরকার বলেন,
“মাধবদী পৌরবাসীর ভোগান্তি কমিয়ে উন্নয়নের ছোঁয়া পৌছে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যেই ড্রেনেজ, রাস্তা-ঘাট ও পরিচ্ছন্নতা খাতে কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে উন্নত সেবার আওতায় আনা হবে।”
পৌর নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার জানান,
“আমাদের সেবা কার্যক্রম এখন সম্পূর্ণ ডিজিটাল ও অনলাইনভিত্তিক। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদসহ সব ধরনের কাজ অনলাইনে সম্পন্ন হচ্ছে। কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে না। নাগরিকরা এখন হয়রানি ছাড়া সহজেই সেবা পাচ্ছেন।”
পৌরসভার নির্বাহী কর্মকর্তা আরো জানান নাগরিকদের সহযোগিতা ও দোয়া নিয়ে তারা মাধবদী পৌরসভার সামগ্রিক উন্নয়নে কাজ চালিয়ে যাবেন।